top of page
Search

বাংলা সাহিত্য সম্ভার ৩

Writer's picture: aonecommunications6aonecommunications6

Updated: Jun 28, 2021


(জন্ম: ফেব্রুয়ারি ১১, ১৮৮২ - মৃত্যু: জুন ২৫, ১৯২২)

বিংশ শতাব্দীর প্রথমার্ধের অন্যতম শ্রেষ্ঠ জনপ্রিয় কবি ও ছড়াকার। তাঁর কবিতায় ছন্দের কারুকাজ, শব্দ ও ভাষা যথোপযুক্ত ব্যবহারের কৃতিত্বের জন্য রবীন্দ্রনাথ ঠাকুর তাঁকে ছন্দের যাদুকর নামে আখ্যায়িত করেন। মধ্যযুগে ভারতের ইতিহাস, সংস্কৃতি, পৌরাণিক প্রভৃতি বুদ্ধি-বৃত্তিবিষয়ক বিভিন্ন বিষয়ে তিনি ছিলেন সিদ্ধহস্তের অধিকারী।




- সত্যেন্দ্রনাথ দত্ত

আমারে ফুটিতে হ’লো বসন্তের অন্তিম নিশ্বাসে,

বিষণ্ণ যখন বিশ্ব নির্মম গ্রীষ্মের পদানত;

রুদ্র তপস্যার বনে আধ ত্রাসে আধেক উল্লাসে,

একাকী আসিতে হ’লো — সাহসিকা অপ্সরার মতো।

বনানী শোষণ-ক্লিষ্ট মর্মরি’ উঠিল এক বার,

বারেক বিমর্ষ কুঞ্জে শোনা গেল ক্লান্ত কুহু স্বর;

জন্ম-যবনিকা-প্রান্তে মেলি’ নব নেত্র সুকুমার

দেখিলাম জলস্থল, — শুন্য, শুষ্ক, বিহ্বল, জর্জর।


তবু এনু বাহিরিয়া, — বিশ্বাসের বৃন্তে বেপমান, –

চম্পা আমি, — খর তাপে আমি কভু ঝরিবো না মরি,

উগ্র মদ্য-সম রৌদ্র — যার তেজে বিশ্ব মুহ্যমান, –

বিধাতার আশির্বাদে আমি তা সহজে পান করি।


ধীরে এনু বাহিরিয়া, ঊষার আতপ্ত কর ধরি';

মূর্ছে দেহ, মোহে মন, — মুহুর্মুহু করি অনুভব!

সূর্যের বিভূতি তবু লাবণ্যে দিতেছ তনু ভরি';

দিনদেবে নমস্কার! আমি চম্পা! সূর্যের সৌরভ।



উপরের দুটি লিংকে ক্লিক করে কবির সব কবিতা পেয়ে যাবেন।



।। জুন ২৫, ১৯২২: ছন্দের যাদুকর সত্যেন্দ্রনাথ দত্তের মৃত্যুদিন ।।

-------------------------------------------------------------------------


বাঙালি কবি ও সাহিত্যিকদের সম্পর্কে নানা তথ্য এই লিংকে পাওয়া যাবে।

DO NOT USE THE PHONE NUMBER SHOWN BELOW ON THIS BLOG.

IT IS SOMEHOW APPEARING WRONG. FOR CORRECTING MISTAKE HAS BEEN APPLIED FOR.

17 views0 comments

Recent Posts

See All

Commenti


Post: Blog2_Post
bottom of page