top of page
Search

বাংলা সাহিত্য সম্ভার ৪

Writer's picture: aonecommunications6aonecommunications6

Updated: Jul 2, 2021

"ব্রাহ্মণের আদর্শের ক্ষেত্র এতই সংকীর্ণ যে সেখানে কেবল তাদেরই ধরে,

ধরিত্রীর সমস্ত মানুষদের সেখানে ঢোকার পথ আর নেই।"


Bengali literature is forever indebted to this giant of a man, who lived life in his own stride. A deep sense of humour, a pragmatic yet witty way of looking at things and having a funny take on life are some of the things that makes Shibram Chakraborty the prince of Bengali humour literature. A stalwart in his own right, Shibram Chakraborty, just like his works, led a fascinating life. Here's a glimpse into his world.


শিবরাম চক্রবর্তী (ডিসেম্বর ১৩, ১৯০৩-আগস্ট ২৮, ১৯৮০) প্রখ্যাত বাঙালি রম্যলেখক। কবিতা-রচনা দিয়ে সাহিত্য-জীবনের শুরু। প্রথম কবিতা বেরোয় ভারতী পত্রিকায়। প্রথম প্রকাশিত বই দুটিও -- 'মানুষ' ও 'চুম্বন' -- কবিতার। দুটিই প্রকাশিত হয় ১৯২৯ সালে। তারপর অজস্র লেখা লিখেছেন। প্রবন্ধ, নাটক এবং তুলনাহীন অজস্র হাসির গল্প। লিখেছেন ঈশ্বর পৃথিবী ভালবাসাভালবাসা পৃথিবী ঈশ্বর নামের অনন্য স্মৃতিকথামূূলক দূটি বই। প্রবন্ধের বই : মস্কো বনাম পন্ডিচেরিফানুস ফাটাই। নাটকের গ্রন্থ : যখন তারা কথা বলবে। বিচিত্র জীবন ছিল তার। রাজনীতি করেছেন, জেল খেটেছেন, রাস্তায় কাগজ ফেরি করেছেন, ফুটপাথে রাত্রিবাস করেছেন, সাংবাদিকতা করেছেন, আজীবন মেস-জীবন যাপন করেছেন । করেন নি যা, তা হল বিয়ে।

বাংলা সাহিত্যে হাস্যরস নিয়ে কাজ করেছেন এমন লেখকদের সংখ্যা খুব বেশি না হলেও একেবারে হাতে গোনার মতনও নয়। তবে এখানে হাস্যরসের ধরনটা নিয়ে একটুখানি গোল আছে। কোনো কোনো লেখক হাস্যরস সৃষ্টি করেছেন নিছকই হাস্যরস সৃষ্টির লক্ষ্যে, হাস্যরস সৃষ্টির জন্য তারা সস্তা চটুলতা কিংবা অশ্লীলতার পথ অবলম্বনেও পিছপা হননি।

অন্যদিকে কেউ কেউ এই হাস্যরসকে নিয়ে গেছেন একেবারে শিল্পের পর্যায়ে। এসব হাস্যরসে লেখকেরা শব্দের জাদুকরী খেলায় একদিকে যেমন পাঠককে হাসিয়েছেন, আরেকদিকে তাদের মনোজগতে খুলে দিয়েছেন নতুন দ্বার। শিবরাম চক্রবর্তী এই দলেরই একজন। এপার বাংলা আর ওপার বাংলা মিলিয়ে আজ অব্দি যত হাস্যরস সমৃদ্ধ সাহিত্য রচিত হয়েছে, তার মধ্যে শিবরামের লেখাগুলো এক বিশেষ স্থান দখল করে আছে।


শিবরাম রচনা সমগ্র pdf বাংলা বই।

শিবরাম রচনা সমগ্র – শিবরাম চক্রবর্তীএর লেখা একটি বাংলা কিশোর সমগ্র বই।

৯২০ পাতার শিবরাম রচনা সমগ্র বাংলা বইটি (Bangla Boi) একটি অধিক পঠিত সমগ্র উপন্যাস যা ১৯৮৫ সালে আনন্দ পাবলিশার্স প্রথম প্রকাশ করে।


পেতে এই লিংকে ক্লিক করুন।









this page is getting ready.


DO NOT USE THE PHONE NUMBER SHOWN BELOW ON THIS BLOG. IT IS SOMEHOW APPEARING WRONG. FOR CORRECTING MISTAKES HAS BEEN APPEALED FOR. THE ONLY MEANS OF COMMUNICATION IS email ADDRESS.




38 views0 comments

Recent Posts

See All

Comments


Post: Blog2_Post
bottom of page