“ফুল ফুটুক না ফুটুক/আজ বসন্ত”-এর কবি সুভাষ মুখোপাধ্যায়
সুভাষ মুখোপাধ্যায়
(১২ ফেব্রুয়ারি ১৯১৯ – ৮ জুলাই ২০০৩)
ছিলেন বিংশ শতাব্দীর উল্লেখযোগ্য বাঙালি কবি ও গদ্যকার। কবিতা তার প্রধান সাহিত্যক্ষেত্র হলেও ছড়া, রিপোর্টাজ,
ভ্রমণসাহিত্য, অর্থনীতিমূলক রচনা, বিদেশি গ্রন্থের অনুবাদ, কবিতা সম্পর্কিত আলোচনা, উপন্যাস, জীবনী, শিশু ও কিশোর সাহিত্য সকল প্রকার রচনাতেই তিনি ছিলেন সিদ্ধহস্ত। সম্পাদনা করেছেন একাধিক গ্রন্থ এবং বহু দেশি-বিদেশি কবিতা বাংলায় অনুবাদও করেছেন। “প্রিয়, ফুল খেলবার দিন নয় অদ্য এসে গেছে ধ্বংসের বার্তা” বা “ফুল ফুটুক না ফুটুক/আজ বসন্ত” প্রভৃতি তার অমর পঙ্ক্তি বাংলায় আজ প্রবাদতুল্য। পরিণত বয়সে গায়ে খদ্দরের পাঞ্জাবি, পরনে সাদা পায়জামা, মাথাভর্তি ঘন কোঁকড়ানো চুল, বুদ্ধিদীপ্ত ঝকঝকে চোখ, চোখে চশমা, বামে চশমার নিচে বড় একটা আঁচিল - কলকাতার প্রতিবেশে এরকম একটি প্রতিচ্ছবি হয়ে উঠেছিলেন তিনি।...বিস্তারিত
“বাঁয়ে চলো ভাই,
বাঁয়ে-
কাল রাত্রির বুক চিরে,
চলো
দুহাতে উপড়ে আনি
আমাদেরই লাল রক্তে রঙিন সকাল।”
"মিছিলে দেখেছিলাম একটি মুখ,
মুষ্টিবদ্ধ একটি শানিত হাত
আকাশের দিকে নিক্ষিপ্ত;
বিস্রস্ত কয়েকটি কেশাগ্র
আগুনের শিখার মতো হাওয়ায় কম্পমান ।
ময়দানে মিশে গেলেও
ঝঞ্ঝাক্ষুদ্ধ জনসমুদ্রের ফেনিল চুড়ায়
ফসফরাসের মতো জ্বলজ্বল করতে থাকল
মিছিলের সেই মুখ ।
সভা ভেঙে গেলো , ছত্রাকারে ছড়িয়ে পড়ল ভিড়
আর মাটির দিকে নামানো হাতের অরণ্যে
পায়ে পায়ে হারিয়ে গেল মিছিলের সেই মুখ ।
আজও দুবেলা পথে ঘুরি
ভিড় দেখলে দাঁড়াই
যদি কোথাও খুঁজে পাই মিছিলের সেই মুখ ।"
As Day is Breaking (English, Paperback, Anjan Basu)
ABOUT THE BLOGGER: The blogger is a common INDIAN citizen and an experienced data collector.
Request to record your comments in the designated place on the blog.
DO NOT USE THE PHONE NUMBER SHOWN BELOW ON THIS BLOG. IT IS SOMEHOW APPEARING WRONG. FOR CORRECTING MISTAKES HAS BEEN APPEALED FOR. THE ONLY MEANS OF COMMUNICATION IS email ADDRESS.
।। ৮ জুলাই ২০০৩: পদাতিকের কবি সুভাষ মুখোপাধ্যায়ের মৃত্যুদিন ।।
Comments